সাংবাদিক হেনস্থা করা মোটেও কাম্য নয়

সম্প্রতি প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে শারীরিকভাবে হেনস্থা করার ঘটনাকে কেন্দ্র করে ঢালিউড সুপারস্টার শাকিব খান এর সুষ্ঠু বিচার দাবি জানিয়েছেন। ১৯ মে তার ফেসবুকে এমনই একটি পোস্ট করেছেন তিনি।

রোজিনা ইসলামকে নিয়ে শাকিব খান একটি দীর্ঘ পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘দুদিন ধরে সাংবাদিক রোজিনা ইসলামের কয়েকটি স্থিরচিত্র দেখছি আর বিস্মিত হচ্ছি। দেশ ও বিশ্ব গণমাধ্যমে তাকে ঘিরে তৈরি প্রতিবেদনগুলো পড়ছি আর ভাবছি, আমার সোনার বাংলাদেশের ভাবমূর্তি কোথায় গিয়ে ঠেকছে!’

শাকিব খান সাংবাদিক রোজিনা ইসলামের কাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার ব্যক্তিত্বকে তুলে ধরেন। তিনি বলেন, ‘রোজিনা ইসলাম এমন একজন মানুষ যিনি দেশ ও দেশের বাহিরে থেকে একাধিক পুরষ্কার পেয়েছেন তার কাজের জন্য। সমাজের দুর্নীতি জনগণের কাছে তুলে ধরেছেন। যা অবশ্যই জনগণের জন্য মঙ্গলময়।’

সাংবাদিকের কাজে বাঁধা দেওয়া ও হেনস্থার বিষয়ে তিনি লেখেন, ‘সুসাংবাদিকতা করতে গিয়ে রোজিনা ইসলাম যেভাবে হেনস্থার শিকার হয়েছেন তা মোটেও কাম্য নয়। এতে করে স্বাধীন সাংবাদিকতার পথকে সংকুচিত করা হয়েছে। আদালতের মাধ্যমে রোজিনা ইসলাম যেন শতভাগ ন্যায়বিচার পান সেই কামনা করছি।’

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন