সাঁতার পোশাকে মালাইকা অরোরা পরেছেন ট্রলের মুখে

ফিটনেস প্রেমিকা মালাইকা অরোরা। যার সোশ্যাল মিডিয়ায় জুড়ে যোগব্যায়ামের ছবি ও ভিডিও চিত্র ভরপুর। প্রায়ই তিনি তার নিত্য নতুন ফিটনেস টিপস্ তার ভক্তদের মাঝে শেয়ার করে থাকেন।

সম্প্রতি তাঁর সৈকতে উপভোগ করা মুহুর্তের একটি ছবি সোশ্যাল মিডিয়ার ভাইরাল হতে শুরু করছে। সাঁতারের পোশাক পরা একটি ছবি যার দিকে ভক্তরা যেনো তাকাতেই পারছে না। নেটিজনদের মতানুসারে এই ছবিটা কোনো মতেই প্রকাশ হওয়া উচিত ছিলো না। অনেকেই এই ধরনের কমেন্ট করেছেন। ছবিতে তার চেহারা দৃশ্যমান না হলেও তার ফিটনেস দেখেই নেটিজনরা নিশ্চিত যে এটা জনপ্রিয় তারকা মালাইকা অরোরা। ছবিতে মালাইকা অরোরা পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘বিচ বাম’। মালাইকা অরোরা এই ছবি দেখে তার বোন অমৃতাও ফায়ার ইমুজি দিয়ে কমেন্ট করেছিলেন।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন