সর্বগুণে সেলিনা গোমেজ

হলিউডের তারকা সেলিনা গোমেজ একাধারে তিনি অভিনেত্রী এবং গায়িকা। এছাড়াও তার নিজস্ব মেকাপ ব্র্যান্ড কোম্পানি রয়েছে। অল্প বয়সী এই তরুণী যেনো সর্বগুণের অধিকারী।

সম্প্রতি এই তারকা তার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি সেলফি পোস্ট করেন। এক সেলফিতে যেনো পুরো ইন্টারনেট একাই দখল করে নিয়েছেন ।

শেয়ারকৃত পোস্টটি তার ব্র্যান্ড ‘রেরবিউটি’ প্রচারণার মাধ্যম। তিনি লিখেছেন, ‘ট্রু টু মাইসেলফ’ সর্বদা একটি আশাবাদী ওয়েটলেস আই প্রাইমার আর এটা আমার নতুন আবিষ্কার করা আইশ্যাডো। এছাড়াও তিনি জানান, আমি এই প্যালেটটিতে সহজ ৭টি কম্বো যুক্ত করেছি যা খুবই সুন্দর ভাবে ব্যবহার করা যাবে এবং এগুলো কোনোটিই আঠালো নয়। সুতরাং আপনার মনে হবেনা এগুলো ওজন আছে। এটা সম্পূর্ন ওজনহীন এবং আঠালো মনে হয় না।

গোমেজ আরো জানান, আইশ্যাডো প্যালেট আমাদের প্রতিদিনের চেহারাকে পরিবর্তন করতে সহায়তা করেন।

সম্প্রতি অভিনেত্রীর এক সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়েছিল যেখানে তিনি বলেন সঙ্গীত থেকে তিনি অবসর নেওয়ার কথা ভাবছেন । সেই সাথে তিনি আরও জানান সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্তও তিনি নিয়েছিলেন।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন