সময় কাটছেনা আলিয়ার

বলিউড তারকা আলিয়া ভাট সম্প্রতি গাঙ্গুবাঈ কাঠওয়াড়ী সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করছেন। যদিও বর্তমানে শুটিং এর যাবতীয় কাজ বন্ধ ঘোষণা করা হয়েছে। ছবির পরিচালক সঞ্জয়লীলা বানসালীর করোনা পজিটিভ দেখা দিয়েছে। সেকারণে বাকি কাজ বন্ধ ঘোষণা করা হয়েছে বলে আলোচনা উঠে আসে। ঘোষণা অনুযায়ী টিমের বাকি মেম্বারদেরও করতে হবে করোনা টেস্ট। আলিয়া ভাট নিজেও করোনা টেস্ট করান এবং ফলাফল নেগেটিভ।

আপাতত শুটিংয়ের কাজ বন্ধ থাকায় অবসর সময় পার করছেন বলে ধারণা করছেন নেটিজনরা। আজ ১২ই মার্চ এই অভিনেত্রী তার ব্যক্তিগত ইনস্টাগ্রামে একটি যুগল ছবি পোস্ট করে শিরোনামে লিখেছেন, “Major Missing”। যা রীতিমতো ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজনদের ধারণা এই অভিনেত্রী নিশ্চয়ই তার বয়ফ্রেন্ড রণবীর কাপূরকে উদ্দেশ্য করেই পোস্টটি করেছেন। বেশ কিছুদিন আগে অভিনেতা রণবীর কাপূরের করোনা পজিটিভ ধরা পরেছে। তিনি এখন বাড়িতে হোম কোয়ারান্টাইনে আছে। জানা গেছে তিনি আগের থেকে অনেকটাই ভালো আছেন। আবেগময় একটি পোস্টে রীতিমতো রণবীর কাপুরকেই মেনশন করে ধরে নিয়েছেন নেটিজনরা। যদিও আলিয়া কোথাও কোনো ব্যক্তির নাম তুলে ধরেন নি। সোশ্যাল মিডিয়ায় রণবীরের সুস্থতা কামনা করে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্তগণরা।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন