টেলিভিশন অভিনেত্রী প্রিয়া শর্মা সম্প্রতি তার ইনস্টাগ্রামে একের পর এক অসাধারণ ছবি পোস্ট করে যাচ্ছেন। ছবি দেখে ভক্তদের যেনো শ্বাসরুদ্ধকর অবস্থা যা রিয়া শর্মার পোস্টের কমেন্ট বক্সে উকি দিলেই ভরপুর তা স্পষ্টই বোঝা যাচ্ছে। বর্তমানে তিনি ‘জামাই রাজা’ সিনেমার মুখ্য চরিত্র চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানা যাচ্ছে। তবে অনেকেরই ধারণা এই ছবি গুলো সিনেমার নিজেকে ফুটিয়ে তোলার একটা প্রয়াস মাত্র। ‘নাগিন’ সিরিজের অভিনেত্রী নিয়া শর্মা সোশ্যাল মিডিয়ায় প্রায়ই তার ছবি এবং ভিডিও ভক্তদের সাথে শেয়ার করে থাকেন। সম্প্রতি কালো রংয়ের মর্ডাণ পোশাকের কিছু অসাধারণ ছবি ও ভিডিও শেয়ার করেছেন যা ৪২.২ লক্ষেরও বেশি লাইক পরেছে। অভিনেত্রীর চেহারায় যেনো বিদ্রোহীর ছাপ প্রকাশ পেয়েছে যা ক্যামেরার বন্দী হয়েছে।