সমঝোতা চাইছেন নুসরাত!

একদিকে রাজনীতি আর অপরদিকে অভিনয় জগত দু-দিকেই সমান তালে এগিয়ে যাচ্ছেন ব্যস্ত অভিনেত্রী নুসরাত।

গত বৃহস্পতিবার ইনস্টাগ্রামে গৌর গোপাল দাসের একটি ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। ভিডিও তে সম্পর্ক নিয়ে নানা কথা বলেন গৌর গোপাল। তার মতে, সমঝোতা করার প্রয়োজন আছে এবং সমঝোতার ফলে যদি কোনো সম্পর্ক টিকে যায়,তবে তাই করা উচিত। সম্পর্ক টিকে রাখার ক্ষেত্রে যদি একজনরই বারবার এগিয়ে যেতে হয় তবে সেখানেই থেমে যাওয়া শ্রেয়।

দু-দিন আগে শেয়ার করলেন নতুন ফটোশুট করা ছবি। আবার হঠাৎ সম্পর্ক নিয়ে এমন ভিডিও কেনো শেয়ার করলেন এই অভিনেত্রী। কাকে উদ্দেশ্য করে শেয়ার করলেন এই ভিডিও। তবে কি স্বামী নিখিলকে উদ্দেশ্য করে এমন পোস্ট করলেন এই অভিনেত্রী?

অপরদিকে গুনজন শোনা যাচ্ছে টলিউডের অভিনেতা যশ দাশগুপ্তের সাথে সময়ও কাটাচ্ছেন নুসরাত জাহান। আবার সেই সময়ের ছবিও শেয়ার করেন ইনস্টাগ্রামের স্টোরিতে।।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন