সমকামী হয়েও আত্মপরিচয় লুকিয়ে রাখেন!

পাশ্চাত্য ইন্ডাস্ট্রির সম্পর্কে মুখ খুললেন অভিনেত্রী কেট উনস্লেট। তিনি জানালেন হলিউডে আজও একাধিক সমকামী তারকা রয়েছেন যাঁরা নিজেদের লুকিয়ে রাখেন। সত্য প্রকাশ করলে এরা সব ধরণের চরিত্রে অভিনয় করতে পারেন না। বেশির ভাগই তারা তাদের নিজেদের আড়াল করে রাখেন।

সম্প্রতি আন্তর্জাতিক এক সংবাদমাধ্যম সাক্ষাৎকার দিয়ে অভিনেত্রী সমকামীদের নিয়ে এইরূপ মন্তব্য করেছেন।সমকামী চরিত্রে অভিনয় করেছেন কেট আর তিনি সেই প্রসঙ্গের প্রেক্ষাপটে কথা বলতে গিয়ে তিনি জানালেন, তাঁর পরিচিত একাধিক শিল্পী তাঁদের যৌন আত্মপরিচয় লুকিয়ে রাখেন। এমন একটা ধারণা চালু আছে যে, সমকামী হলে তাঁদের সব ধরণের চরিত্র অভিনয় করতে পারবেন না এবং পরিচালকরাও কাজ করতে পিছিয়ে আসবেন। তাই শিল্পীরা ভয় পান। কেটের কথায় পুরুষ সমকামীরা এ ক্ষেত্রে বেশি ভয় পান।

এছাড়াও এই অভিনেতা আরও জানান, তিনি এমন কিছু অভিনেতাদের চিনেন যাঁরা ইন্ডাস্ট্রিতে নিজেদের নিরাপত্তার শংকায় থাকেন ।এমন ৪জন অভিনেতার সম্পর্কে জানেন কিন্তু তাদের তিনি কথা দিয়েছেন এই বিষয়ে তিনি কাউকে কিছু বলবেন না।

অভিনেত্রী কেট চান যৌন আত্মপরিচয় নিয়ে একটি ছবি তৈরি করা উচিত। যাতে করে শিল্পীরা নিজেদের নিরাপত্তা মনে করতে পারেন।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন