ক্ষুব্ধ হয়েছেন মীরা। স্বামীর প্রতি রাগ করে পোস্ট করলেন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে। তার অনুরাগীদের কাছে জানতে চাইলেন, ‘সব পুরুষই কি এক রকম?’
কি করেছেন অভিনেতা শাহেদ কাপূর? কি কারণ ছিল মীরার অভিমান করার, অভিনেতার স্ত্রী স্টোরিতে একটি ছবি যুক্ত করে দিয়েছিলেন। যেখানে দেখা যাচ্ছে, ঘরের মেঝের কার্পেটের উপর অগোছালোভাবে ছড়িয়ে আছে এক জোড়া সাদা মোজা এবং জুতা। স্বামীর এই আচরণে বিরক্ত মীরা। তবে ইনস্টাগ্রাম স্টোরিতে কোথাও অভিনেতা শাহেদের নাম উল্লেখ্ করা নেই। তবুও যে তীর গিয়ে নিশানা করে শাহেদের দিকে তাতে কোনো সন্দেহ নেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই এক্টিভ মীরা প্রায়ই পরিবারের সাথে কাটানো মুহুর্তগুলো তুলে ধরেন অনুরাগীদের মাঝে।