“সবাই শুধু আমার সমালোচনা করে”

কলকাতার টেলিভিশনের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ‘পাখি’ অর্থাৎ মধুমিতা সরকার। তবুও বাংলার ঘরে ঘরে তাকে সবাই ‘পাখি’ নামেই চিনেন।
ভারতের জনপ্রিয় চ্যানেল স্টার জলসার ‘বোঝেনা সে বোঝেনা ‘ সিরিয়ালের মাধ্যমে যার জনপ্রিয়তা তুঙ্গে।

তবে সিরিয়াল শেষে এই অভিনেত্রীকে পর পর তিনটি সিনেমায় অভিনয় করতে দেখা গেছে। যার মধ্যে ‘চিনি’ সিনেমাটি অন্যতম একটি। তবে ইতিমধ্যে পাখি থেকে বেরিয়ে মধুমিতা নামেই নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় এই অভিনেত্রী সব সময় সক্রিয় থাকেন যার রয়েছে অসংখ্য ফলোয়ার। সম্প্রতি এুই অভিনেত্রী সম্ভবত তার নতুন কোনো সিনেমার জন্য ফটোশুট করিয়েছিলেন। লাল পাশ্চাত্য পোশাকে অভিনেত্রীকে অসাধারণ লেগেছে যা দেখে চোখ যেনো সড়াতে পারেন নি বলিউড তারকা বারুণ ধাওয়ান নিজেই। এ নিয়ে অভিনেত্রী নিজেই খুব অবাক হয়েছিলেন। কলকাতার সংবাদপত্রকে তিনি জানিয়েছিলেন,যা করছি আমি ঠিকই করছি তা হলে! বরুণ তাই ‘লাইক’ করেছেন। সবাই তো শুধু আমার সমালোচনা করে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন