দুবছর প্রেম! তবে পুরোটাই গোপনে। দুজনের কেউ এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। কখনো কখনো শোনা যায় তারা বিয়েও করছেন। এই জুটিকে নিয়ে নানা মন্তব্য ভেসে বেড়ায় বলিউড পাড়ায়। তারা কিন্তু এখনো মুখ খুলেননি।
অভিনেতা ভিকি কৌশল ১৬ মে ৩৩-এ পা রাখলেন। ভিকির জন্মদিনে ‘মাই ডে’ দেন ক্যাটরিনা কাইফ।
ক্যাটরিনা ইনস্টাগ্রামে মাই ডে’তে ভিকি কৌশলের ‘দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ থেকে নেয়া একটি ছবি শেয়ার করেন। ছবির ওপরে তিনি লেখেন, ‘সবচেয়ে আনন্দের জন্মদিন কাটাও। সব সময় হাসতে থাকো।’ কিছুদিন আগে ভিকি এবং ক্যাটরিনা দুজনেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। এখন তারা সুস্থ আছেন।
এই দুজনকে একসঙ্গে শেষবার ২০১৯ সালে এক দীপাবলি পার্টিতে দেখা যায়। এরপর দুজনকে আর পাশাপাশি জনসম্মুখে দেখা যায়নি।