‘ফ্ল্যাগ ডে’ চলচ্চিত্রের মধ্য দিয়ে নিজ সন্তানদের সঙ্গে এই প্রথম হলিউডে কাজ করলেন অভিনেতা শন পেন।
নিজের পরিচালনায় ‘ফ্ল্যাগ ডে’ চলচ্চিত্রে প্রতারক জন ভোগেল চরিত্রে অভিনয় করেন শন পেন। আর তার সন্তানদের চরিত্রে আছেন তাঁর বাস্তব জীবনের সন্তানেরাই – ডিলান পেন ও হপার পেন। চলচ্চিত্রে দেখা যাবে, বাবা জন ভোগেল ও সন্তানদের মধ্যে আছে ব্যাপক মানসিক দূরত্ব।
‘ফ্ল্যাগ ডে’ চলচ্চিত্রে ডিলানের চরিত্রটি মাদকাসক্তি, মানসিক ও যৌন নির্যাতনের শিকার হয়। এই আবেগপ্রবণ চরিত্রে অভিনয় করতে গিয়ে কিছু জটিলতায় পড়েন ডিলান। আর এর মধ্যে আছে বাবার সঙ্গে মতের অমিলের ঘটনাও।
১৯ আগস্ট ‘দ্যা লেইট শো উইদ স্টিফেন কোলবার্ট’ টক শোতে ডিলান জানান শ্যুটিং সেটে বাবার সঙ্গে তাঁর মতবিরোধের কথা। তিনি বলেন, “আমি মাশকারা পরতে পারবো কি না, এ বিষয়ে তার মন্তব্য নিয়ে দুই ঘণ্টা ধরে যে যার জায়গা ধরে রাখি আমরা।”
অস্কারজয়ী অভিনেতা শন পেন জানান, পুরো ঘটনাটিই ঘটে শ্যুটিং টিমের সামনে।
“যখন পরিষ্কার হলো যে সে ভুল সিদ্ধান্ত নিচ্ছে, আমি বসে পড়লাম। আর পেনরা গোটা ব্যাপারটা গুছিয়ে আনার আগ পর্যন্ত যা কিছুর মধ্য দিয়ে ক্রু-কে যেতে হয়, তার মধ্যে একটি ছিল নীরবতা।”