ভারতী সিং ২০১৭ সালে হর্ষ লিম্বাচিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ ৪ বছর সংসার জীবন অতিবাহিত করেছেন। তবে এখনো মা হতে রাজি নন অভিনেত্রী। ভারতীয় ইন্ডিয়ান চ্যানেল ‘ড্যান্স দিওয়ানা’ নাচের শো-তে এমনটাই জানান অভিনেত্রী ভারতী।
এই কৌতুক অভিনেত্রীর মতে, মূল কারণ বর্তমানের করোনা পরিস্থিতি। এই মহামারির সময় তিনি সন্তানকে পৃথিবীতে আনতে চান না। করোনাভাইরাসের কারণে এক মা তার ১৪ দিনের শিশুকে হারিয়ে ফেলার গল্প নাচের মাধ্যমে ফুটিয়ে তুলেন এক প্রতিযোগী। এই ভিডিও দেখে নিজেকে ধরে রাখতে পারেননি ভারতী।
আবেগপ্রবণ হয়ে ভারতী বলেন, ‘আমরা আমাদের সন্তানকে পৃথিবীতে আনার কথা ভাবছিলাম। কিন্তু এই অবস্থায় ইচ্ছে করেই এসব নিয়ে ভাবছি না। আমি এভাবে কাঁদতে চাই না।’ ভারতীর কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন বাকি দুই বিচারক নোরা ফাতেহি এবং তুষার কালিয়া।