কিংবদন্তি সাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় স্মরণে বিশ্ব চলচ্চিত্রে অবদানের জন্য ভারতে ‘সত্যজিৎ রায় আজীবন সম্মাননা পুরস্কার’ দেয়া হয়। এবার এই সম্মাননা পেলেন বিখ্যাত মার্কিন নির্মাতা মার্টিন স্করসিসি এবং হাঙ্গেরিয়ান ইস্তভান জাবো। গত ২০ নভেম্বর ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (আইএফএফআই) উদ্বোধনী অনুষ্ঠানে তাদের এই সম্মাননা দেয়া হয়। স্করসিসি ও জাবো সশরীরে উপস্থিত না থাকলেও ভিডিও বার্তায় নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিন জানায়, ভিডিও বার্তায় সত্যজিৎ রায়ের প্রতি নিজ মুগ্ধতার কথা জানান স্করিসিসি। ৭৯ বছর বয়সী এই নির্মাতা বলেন, “তিনি (সত্যজিৎ) আমার অন্যতম গুরু। তিনি এমন এক নির্মাতা, যার কাজের কাছে আমি বারবার ফিরে যাই। যতবারই আমি ‘অপু ট্রিলজি’ বা ‘চারুলতা’র মতো চলচ্চিত্রগুলো দেখি, প্রতিবারই সম্পূর্ণ নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাই। একই চলচ্চিত্র, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এগুলো আরও গভীরতা পেয়েছে, সমৃদ্ধ হয়েছে।’’
ইস্তভান জাবো তার বার্তায় জানান, সম্মাননা পুরস্কারের পাশাপাশি ভারতীয় ভক্তদের কথা জানতে পেরে তিনি ‘গভীরভাবে আলোড়িত’। ৮৩ বছর বয়সী এই নির্মাতা স্মৃতিচারণ করেন, “অনেক বছর আগে সত্যজিৎ রায়ের সঙ্গে মাদ্রাজে দেখা হয়েছিল। আমাকে আর আমার স্ত্রীকে তিনি ডিনারে আমন্ত্রণ জানিয়েছিলেন। চমৎকার এক ভোজ হলো। তার চলচ্চিত্র এবং আমাদের পেশা অর্থাৎ চলচ্চিত্র নির্মাণ বিষয়ে চমত্কার একটি আলোচনা হয়েছিলো। গভীর এই আলোচনার কথা আমি কখনোই ভুলবো না।’’
গত ২০ নভেম্বর থেকে আইএফএফআই সরাসরি ও ভার্চুয়ালি অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২৮ নভেম্বর পর্যন্ত উৎসবটি চলবে।।