ভারতীয় সংগীতশিল্পী ডেরেক জুলিয়েন আর নেই। তিনি মাত্র ১৭ বছর বয়স থেকে গিটার বাজিয়ে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন। তার জন্ম এবং বাল্যকাল মুম্বাইয়ে কাটলেও পরবর্তিতে তিনি স্থায়ীভাবে পুনেতে বসবাস শুরু করেন। পপ, ব্লুজ, ফিউশন, রক ইত্যাদি প্রায় সব ধরনের মিউজিকে পারদর্শী ছিলেন। স্টেজ পারর্ফমার হিসেবেও সুখ্যাত। করেছেন তিনি। যদিও এই শিল্পী তার ব্লুজ মিউজিকের জন্যই পাশ্চাত্য সংগীত প্রেমীদের মনে কাছে বেশি পরিচিত ছিলেন।
৭০ বছর বয়সী জুলিয়েন করোনায় আক্রান্ত হয়ে এপ্রিলের শুরুতেই পুনের একটি হাসপাতালে ভর্তি ছিলেন। এরপর তার অবস্থার অবনতি হয়। কয়েক সপ্তাহ ধরে আইসিইউতে ছিলেন তিনি।
হিন্দুস্তান টাইমস-এর তথ্য অনুযায়ী, চিকিৎসার খরচ বহন না করতে পেরে পরিবারের পক্ষ থেকে আর্থিক সাহায্যের আবেদন করা হয়েছিল। বর্ষীয়ান এই গিটারবাদকের জন্য গত ১২ এপ্রিল গোয়াতে একটি কনসার্টেরও আয়োজন করা হয়েছিল। কিন্তু সব উদ্যোগকে বিফল করে দিয়ে চিরবিদায় নেয় ডেরেক জুলিয়েন। তার মৃত্যুতে শোকাহত ভারতের সংগীতাঙ্গন।