সংকটের মুখে “গাঙ্গুবাঈ কাঠওয়াড়ী”র টিম

সঞ্জয়লীলা বানসালীর প্রযোজনায় “গাঙ্গুবাঈ কাঠওয়াড়ী” টিমের উপর বয়ে চলছে একের পর এক মহাবিপদ। প্রথমে রণবীর কাপূর, এরপর পরিচালক সঞ্জয়লীলা বানসালী এবং এখন ছবির অন্য চরিত্রে অভিনয় করা মনোজ বাজপাই এর কোভিড পজিটিভ ধরা পরেছে।

বর্তমানে তিনি হোম কোয়ারান্টাইনে আছেন ও নিয়ম মেনে নিজের যত্ন করে যাচ্ছেন। এছাড়াও এই অভিনেতাকে খুব শীঘ্রই আরও একটি ছবি “সাইলেন্স ক্যান ইউ হিয়ার ইট” সিনেমায় এসপি অবিনাশ চরিত্রে দেখা যাবে। বেশকিছু দিন আগে তিনি মনোজ রনি স্ক্রুওয়ালা প্রযোজিত “দেশপ্যাচ” সিনেমার শুটিং শেষ করেছিলেন।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন