বিধিনিষেধ শেষে শ্যুটিংয়ে ফিরছেন ঢালিউড চিত্রতারকারা।
বিএফডিসিতে ‘লিডার : আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রের মাধ্যমে শ্যুটিংয়ে ফিরছেন শাকিব খান ও শবনম বুবলী। এ চলচ্চিত্রে আরও অভিনয় করছেন ফকরুল বাশার, মিলি বাশার, সিয়াম নাসের সহ অনেকেই। পরিচালনায় তরুণ নাট্যনির্মাতা তপু খান।
চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, “লকডাউন ও করোনা পরিস্থিতির কারণে আমরা শ্যুটিং স্থগিত করি। ১১ আগস্ট থেকে অবশিষ্ট শ্যুটিং শুরু হতে যাচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে শ্যুটিং করার জন্য পরিচালক এবং শিল্পী-কলাকুশলীদের আমাদের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে।”
সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত হচ্ছে ‘অন্তর্জাল’। এ চলচ্চিত্রের মাধ্যমে ফিরছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম ও সুনেরাহ বিনতে কামাল। দেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্রটি মুক্তি পেতে পারে ডিসেম্বরে।
চলচ্চিত্রটির পরিচালক ও চিত্রনাট্যকার দীপংকর দীপন জানান, “আগামী মাসের ১০ তারিখ পর্যন্ত আমাদের শ্যুটের পরিকল্পনা আছে। আজ শ্যুটে অংশ নিয়েছেন সিয়াম, মিম, সুনেরাহ, এ বি এম সুমনসহ অনেকে। সবার দোয়া চাই যেন আমরা ঠিকভাবে, সুস্থতা বজায় রেখে শ্যুট শেষ করতে পারি।”
‘অন্তর্জাল’ চলচ্চিত্রের গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। প্রযোজনায় আছে মোশন পিপল স্টুডিও।