ভারতীয় টেলিভিশনের ‘বিগ বস’র ‘ প্রাক্তন বিজয়ী শেহনাজ গিল। বিগ বস’র ১৩ তম এপিসোডের মাধ্যমে জিতে নিয়েছেন টেলিভিশনের পর্দায় জনপ্রিয় একটি আলোচিত মুখ। এরপর এ অভিনেতা ও গায়িকা দিলজিৎ দোসান্জের সাথে ‘হসলা রাখ ‘ সিনেমায় অভিনয় করতে দেখা যায়।
সাম্প্রতিক সময়ে এই অভিনেত্রী ভক্তদের করে দিয়েছেন পুরোপুরি হতবাক! তিনি সোশ্যাল মিডিয়ায় তার কিছু ছবি এবং ভিডিও শেয়ার করেন। ছবি দেখেই ধারণা করা যাচ্ছে এই অভিনেত্রী তার ওজন কমাতে খুব ব্যস্তই ছিলেন। যদিও লকডাইনের সময়গুলোতে তাকে দেখা গেছে শরীরচর্চা নিয়ে অসংখ্য ভিডিও এবং ছবি শেয়ার করতে । ঐ সময়টাতে অভিনেত্রী পোস্ট করে জানিয়েছিলেন ১০কেজি মাইনাস হলো।
তার এই পরিবর্তনে ভক্তরা অনেক খুশি। হয়তো শুধু তার ভক্তরা নয় অভিনেত্রী নিজেও স্বাচ্ছন্দ্যবোধ করছেন এই পরিবর্তনে।
এই অভিনেত্রী ইনস্টাগ্রামে তার বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন সেখানে তাকে দেখা যাচ্ছে কালো রঙের শর্টস এবং সেই সাথে গোলাপি রঙের টি-শার্ট পরা। ছবিটি শেয়ার করার পর সবাই তার এই পরিবর্তন দেখে প্রশংসাও জানিয়েছেন।
বর্তমানে এই অভিনেত্রী তার ফটোশুট এবং মিউজিক ভিডিও এর কাজ নিয়ে ব্যস্ত আছেন।