শেষ পর্যন্ত মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘তুফান’। এ সম্পর্কে সর্বশেষ তথ্য জানালেন অভিনেতা ফারহান আখতার নিজেই। রাকেশ ওমপ্রকাশ মেহরা পরিচালিত এই স্পোর্টস সিনেমা মুক্তির তারিখ পিছিয়ে গেছে অনেকবার। পিছিয়ে যাওয়ার একটাই কারণ ছিল কোভিড-১৯।
নির্মাতা জানিয়েছিলেন পরিস্থিতি স্বাভাবিক হলেই মুক্তি পাবে ‘তুফান’। তবে এতো জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। ইনস্টাগ্রামের প্রোফাইলে এই স্পোর্টস ড্রামার একটি পোস্টারের সঙ্গে সিনেমা মুক্তির ঘোষণাও করলেন ফারহান। অ্যামাজন প্রাইমের মাধ্যমে ১৬ জুলাই দর্শকদের সামনে উপস্থিত হতে চলছে এই সিনেমা। এ তারকার লেখায় জানা গেল দেশবাসীর ‘হাল না ছাড়া’ মনোভাবের উদ্দেশ্যেই উৎসর্গ করা হয়েছে এই ছবি।
রাস্তার গুন্ডা থেকে বক্সিং রিংয়ের চ্যাম্পিয়ন হয়ে ওঠার এক গল্প বলবে এই ছবি। ‘তুফান’ ছাড়াও এ সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন মৃণাল ঠাকুর, সুপ্রিয়া পাঠক ও পরেশ রাওয়াল।
প্রসঙ্গত ২০১৩ সালে ‘ভাগ মিলখা ভাগ’র পর এই সিনেমার মাধ্যমে আবারও একসঙ্গে কাজ করেছেন রাকেশ ওমপ্রকাশ মেহরা এবং ফারহান।