‘শেরনি’ নিয়ে হাজির হলেন বিদ্যা

আতিমারির কারণে ওটিটিই এখন ভরসা, এটিই সিনেমা মুক্তির একমাত্র পথ এখন। এমন পরিস্থিতিতে অনলাইন প্লাটফর্মে রিলিজের দিকে অগ্রসর হল বিদ্যা বালান অভিনীত ছবি ‘শেরনি’। সম্প্রতি ‘অ্যামাজন প্রাইম ভিডিও আই এন’ এর টুইটার পেজ থেকে ‘শেরনি’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ পেল। জুন মাসে সিনেমাটি ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে।

অমিত মাসুরকরের পরিচালনায় এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালান। প্রকাশিত পোস্টারে দেখা যাচ্ছে অভিনেত্রীর গায়ে সবুজ রঙের পোশাক, হাতে ওয়াকি টকি, গহীন জঙ্গলের ভিতরে দাঁড়িয়ে আছেন তিনি। বন্দুকের নিশানা তার দিকে রয়েছে।

‘শেরনি’ সিনেমায় বিদ্যা বালানকে একজন ফরেস্ট অফিসারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।

বিদ্যা বালান ছাড়াও অভিনয় করতে দেখা যাবে শরদ সাক্সেনা, মুকপল চাড্ডা, বিজয়, রাজ প্রমূখকে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন