গায়ক ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদার দীর্ঘদিন ধরেই গানের জগতে তার কণ্ঠের জাদু দিয়ে মুগ্ধ করে রেখেছেন তার ভক্তদের। এবার ঈদুল আজহায় নতুন গান ‘শূন্যপুর’ নিয়ে হাজির হচ্ছেন এই গায়ক। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন এই তথ্য। ১৯ জুলাই তিনি এই গানের প্রিমিয়ার শেয়ার করেছেন তার ফেসবুক প্রোফাইলে।
কবি হেনরি লুইসের কথা ও কলকাতার জনপ্রিয় টুনাই দেবাশিষ গাঙ্গুলির সুরে গানটির সংগীতায়োজন করেছেন শুভেন্দু দাস শুভ।
এছাড়াও এই গায়ক সম্প্রতি ‘নীল মাছি’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানটির কথা লিখেছেন কবি ও নির্মাতা পলিন কাউসার। এছাড়াও গানটির মিউজিক ভিডিও পরিচালনা করবেন পলিন কাউসার নিজেই। গানটির সংগীতায়োজন করেছেন রাজন সাহা।