মেহজাবিন, যিনি বহুমাত্রিক চরিত্রে অভিনয় করে জয় করে নিয়েছেন অসংখ্য অনুরাগীর মন। ভিন্ন ভিন্ন চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন তার অভিনয়ের পারদর্শিতা। কখনো প্রেমিকা, কখনো বাসার গৃহকর্মী, ভাইরাল গার্ল, নিষিদ্ধ পল্লীতে জন্ম নেওয়া এক নারী, কখনো আবার দেখা গেছে বেস্ট ফ্রেন্ড নামক চরিত্রে। আজ এই মিষ্টি মেয়ের জন্মদিন।
মেহজাবিন চৌধুরী ১৯৯১ সালে ১৯ এপ্রিল চট্টগ্রাম শহরে জন্ম গ্রহণ করেন। শৈশবে বেড়ে উঠেছেন সংযুক্ত আরব আমিরাতে।
২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টারে বিজয়ী হয়ে মিডিয়া জগতে পা রাখেন তিনি। তার অভিনীত প্রথম নাটক ছিল ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘তুমি থাকো সিন্ধু পারে’। বর্তমানে টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন। অভিনয় ও মডেলিং এর পাশাপাশি গল্পকার হিসেবেও ২০২০ সালে মেহজাবিন চৌধুরী নাম লিখিয়েছেন। তার লেখা প্রথম নাটকের নাম ‘থার্ড আই’।
সম্প্রতি এই অভিনেত্রীর নতুন নাটক ‘মহব্বত’ মুক্তি পেয়েছে। এই নাটকে প্রধান পুরুষ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আফরান নিশো। ইতিমধ্যে নাটকটি ইউটিউবে ৫ মিলিয়ন মানুষ দেখেছেন।
এ অভিনেত্রীর জন্মদিন উপলক্ষে টিম ‘থ্রি – সিক্সটি বিনোদন’র পক্ষে থেকে জন্মদিনের শুভেচ্ছা।