টলিউড পাড়ার একসময় আলোচিত তারকা সূচিত্রা সেন। শুধু একসময় বললে ভুল হবে বর্তমানেও তার জনপ্রিয়তা আগের মতোই টিকে আছে।
অভিনেত্রী সূচিত্রা সেনের আজ ৯০তম জন্মবার্ষিকী। আজ এই প্রয়াত এই অভিনেত্রী নব্বই বছরে পদার্পণ করলেন। আর এই দিনটিকে স্মৃতিচারণ করলেন প্রয়াত অভিনেত্রীর নাতনি রাইমা সেন। জন্মদিনকে কেন্দ্র করে দিদার সাথে তোলা একটি পুরনো ছবি শেয়ার করলেন অভিনেত্রী রাইমা সেন।
ছবিতে দেখা যাচ্ছে সূচিত্রা সেনের কোলে উঠে ছোট রাইমা সেন যেন খুশিতে আত্মহারা! দিদার মুখেও ফুটে উঠেছিল আনন্দের হাসি। রাইমা তার ইনস্টাগ্রামে শেয়ার করে শিরোনামে লিখেছেন, “শুভ জন্মদিন আম্মা।তুমি চিরজীবন আমাদের মনের কাছাকাছি থাকবে।”
‘মহানায়িকা’ সূচিত্রা সেন গত হয়েছে ৭ বছর। এখনও তিনি চলচ্চিত্র জগতে অমর হয়ে আছেন।