বলিউডের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। আজ ৩৪-শে পা রাখলেন এই তারকা। অমিতাভ বচ্চন থেকে শুরু করে ভারতীয় ক্রিকেট টিমের ক্যাপ্টেন বিরাট কোহলিও রয়েছে অরিজিৎ এর ভক্তের তালিকায়। প্রথম সারির অভিনেতাদের মধ্যে প্রায় প্রত্যেকেই চান তার ছবিতে থাকুক এই গায়কের গান।
মুর্শিদাবাদে জন্ম ও বড় হয়ে ওঠা অরিজিতের যাত্রাপথের শুরুটা কিন্তু মোটেও মসৃণ ছিল না। প্রথমে টেলিভিশনে নজর আসেন ছোটপর্দায় গানের রিয়েলিটি শো ‘ফেম গুরুকল’ -এ অংশগ্রহণের মাধ্যমে। সেরার শিরোপা নিতে ব্যর্থ হলেও নিজের প্রতিভার জোরে তিনি চোখে পরে যান বলিউডের সংগীত পরিচালকদের। টুকটাক সুযোগ পান প্লেব্যাক করার।
‘বরফি’, ‘এজেন্ট বিনোদ’ প্রভৃতি ছবিতে তার গাওয়া গানে শ্রোতারা মুগ্ধ হলেও ২০১৩ সালের ‘আশিকি-টু’ ছবির গান ‘তুম হি হো’র মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। এরপর আর এই গায়ককে পিছনে ফিরে তাকাতে হয়নি। তার জনপ্রিয় পাঁচটি গান ‘ফিরে লে আয়া দিল'(২০১২), ‘ইলাহি’ (২০১২), ‘তুম হি হো'(২০১৩), ‘গেরুয়া'(২০১৫) ও অন্যতম গান ‘অ্যায় দিল হে মুশকিল’ (২০১৬)। ২০১৭ সালে ফিল্মফেয়ারে শ্রেষ্ঠ গায়ক হিসেবে পুরষ্কার অর্জন করেন এই গুণী শিল্পী।
তার জন্মদিনে থ্রী সিক্সটি বিনোদন টিমের পক্ষ থেকে রইলো অনেক শুভেচ্ছা।