জন্মদিনে উপহার নতুন পোস্টার

চিত্রনায়ক আরিফিন শুভর জন্মদিন উপলক্ষে শাপলা মিডিয়ার ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে রায়হান রাফি পরিচালিত আরিফিন শুভ এবং জান্নাতুল ঐশী অভিনীত ‘নূর’ সিনেমার নতুন পোস্টার। ‘শুভ জন্মদিন। আরিফিন শুভ, জন্মদিনের উপহার’ ক্যাপশন দিয়ে পোস্টারটি প্রকাশ করেছে তারা।

নতুন পোস্টারে দেখা যাচ্ছে, হাসপাতালের একটি কক্ষে একটি মেয়ের ছেঁড়া ফাটা ছবি হাতে বেডে বসে আছেন শুভ, পায়ের কাছে বসে তার মুখের দিকে চেয়ে আছেন ঐশী। শুভর এই নতুন রূপ অবশ্য আগে প্রকাশিত পোস্টারেও দেখা গেছে। তবে সেই পোস্টারে ছিলেন না ঐশী।

আরিফিন শুভর সাথে সিনেমায় দ্বিতীয়বারের মত জুটি বেঁধে আসতে চলেছেন ২০১৮ সালের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’খ্যাত ঐশী। উল্লেখ্য এর আগে সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের পরিচালনায় ‘মিশন এক্সট্রিম’ সিনেমায় দুজনকে একসঙ্গে দেখা যায়। বাংলা সিনেমার নতুন জুটি হিসেবে শুভ-ঐশী জুটি নিয়ে বেশ আশাবাদী ভক্তরা।

‘নূর’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয়ের পাশাপাশি সিনেমার নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করছেন আরিফিন শুভ। যাহোক, এসুযোগে থ্রিসিক্সটি বিনোদন-এর পক্ষ থেকে আরেফিন শুভকে জানাই জন্মদিনের শুভেচ্ছা।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন