করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কঠোর লকডাউনে গোটা দেশ। আইন-শৃঙ্খলা রক্ষার্থে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। আর এই লকডাউনে শুটিং করবেন না বলে জানিয়েছেন মেহজাবিন চৌধুরী।
৩০ জুলাই মন্ত্রীপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত সাত দিনের বিধিনিষেধ আরোপ করা হয়। এরপর এক ফেইসবুক পোস্টে এই পরিস্থিতিতে শুটিং না করার ঘোষণা দেন মেহজাবিন।
অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদন অনুযায়ী মেহজাবিন জানিয়েছেন, ২৮ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত শুটিংয়ের শিডিউল বাতিল করেছেন তিনি। করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে আবারো কাজে ফিরবেন তিনি। সেই সঙ্গে তিনি সকলকে বিধিনিষেধ মেনে ঘরে থাকার অনুরোধও করেন।
এদিকে মেহজাবিন শুটিংয়ে না ফিরলেও লকডাউনের প্রথমদিন ১ জুলাই টিভি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছিলেন অনেক অভিনয় শিল্পীরা।
টেলিভিশন প্রোগ্রাম প্রোডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব) জানিয়েছে, টেলিভিশন চ্যানেলের অনুমতিপত্র ও প্রশাসনের সহযোগিতায় তারা নাটকের শুটিং আপাতত চালিয়ে যাচ্ছেন।
এদিকে, ৩০ জুন লকডাউনের মধ্যে চলচ্চিত্রের শুটিং বন্ধের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি পরিচালক সোহানুর রহমান সোহান।