তামিল ‘বিক্রম ভেদা’ চলচ্চিত্রের হিন্দি রিমেক দিয়ে দুই বছর পর শুটিংয়ে ফিরেছেন বলিউড তারকা হৃত্বিক রোশান।
গত ১৫ অক্টোবর বিজয়া দশমীতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে শুটিং শুরু করার ঘোষণা দেন হৃত্বিক। সঙ্গে একটি ছবি শেয়ার করে লেখেন, “সকলের সঙ্গে আমার ভালোবাসা ভাগ করে নিলাম। প্রথম দিনে নতুন শুরুর পথে।’’
প্রাচীন গল্পকাহিনী বিক্রম-বেতাল অবলম্বনে নির্মিত হচ্ছে ‘বিক্রম ভেদা’। তামিল হিট ‘বিক্রম ভেদা’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন আর মাধবন ও বিজয় সেতুপতি। জানা গেছে, হিন্দি রিমেকে বিজয়ের ভূমিকাতেই থাকছেন হৃত্বিক। আর তামিল চলচ্চিত্রটির মতো হিন্দি রিমেকটিও পরিচালনা করছেন পুষ্কর ও গায়ত্রী।
‘বিক্রম ভেদা’ ছাড়াও ‘ফাইটার’ ও ‘কৃশ ৪’ চলচ্চিত্রের কাজও হৃতিকের হাতে আছে।