গত ১১ই মার্চ সারাবিশ্ব জুড়ে পালিত হয়েছে মহা-শিবরাত্রি উৎসব। সনাতন ধর্মাবলম্বী সকলেই এ উৎসব মহা ধুমধাম করে উৎযাপিত করেছেন। সাধারণ জনগণ থেকে তারকাদের কেউ দেখা গেছে এই উৎসব উৎযাপন করতে। বলিউডের অভিনেতা ও অভিনেত্রীরাও তাদের সোশ্যাল মিডিয়ায় শিবরাত্রি উপলক্ষে পোস্টও করেছেন।
এর মধ্যে অভিনেতা অজয় দেবগান শেয়ার করেছিলেন তার ট্যাটু করা একটি ছবি। তবে এইবার নবাব পুত্র তৈমুর আলী খানকে দেখা গেছে শিবের রূপে।তৈমুর আলী খানের একটি ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে দেখা গেছে।যাতে দেখা গেছে নীল রংয়ের একটি টি-শার্ট ওজিন্স পরা এবং কপালে শিব প্রতিক ত্রিনয়ন আঁকা।চুল গুলো ঝুঁটি করে বেধে শিব সাজলেন তৈমুর।