শাহরুখ, রহমান এবং আশুতোষ’র উপর প্রবাসীদের অভিযোগ!

২০০৪ সালে আশুতোষ পরিচালিত ‘স্বদেশে’ সিনেমাটি মুক্তি পায়। ছবিতে অভিনয় করেছিলেন শাহরুখ খান।এবং এই ছবিতে সঙ্গীত পরিচালনার হিসেবে ভূমিকা রেখেছেন এর আর রহমান। কিন্তু বেশ কিছু বছর পেরিয়ে যাওয়ার পর ছবিটির এই তিন ব্যক্তির উপর অভিযোগ আসে।

তবে শুরুর দিকে তেমন ভালো ফলাফল না পেলেও সময়ের সাথে সাথে ‘স্বদেশ’ সিনেমাটি মূল্য বাড়তে থাকে এবং মানুষের জীবনে প্রভাব ফেলতে শুরু করেছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রহমান জানান, “প্রবাসী ভারতীয়দের একাংশের হৃদয়ের ভিতরে প্রবেশ করতে পেরেছে ছবিটা। আর তাই, ‘স্বদেশ’ ছবিটি দেখার পর থেকেই নাকি আমেরিকা,ইউরোপ, অস্ট্রেলিয়া থেকে অনেক ভারতীয় প্রবাসী দেশে ফিরে এসেছেন”। রহমান আরও বলেন, আমাকে অনেকেই বলেছেন,’তোমাদের জন্যই এই কাণ্ডটা করলাম।দেশের ভালোর জন্য বিদেশে ফিরে এসে কাজ করছি এখানে”।

ইতিমধ্যে এর আর রহমান প্রথমবার একটি ছবি প্রযোজনা করেছেন যা মুক্তির পথে। ‘৯৯ সংস’ নামে ছবিটিতে সুরকারও তিনি নিজেই। ছবিটির মুক্তির তারিখ ১৬এপ্রিল। তবে মহামারি করোনায় যেখানে বাকি ছবি গুলো স্থগিত করা হয়েছে সেখানে এই ছবি কি মুক্তি পাবে কি? এমনটাই ধারণা করছেন নেটিজনরা। সূত্র- আনন্দবাজার

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন