শাহরিন ভাঙবেন নাটকের সিন্ডিকেট!

বাংলা নাটক পাড়ায় ফের সিন্ডিকেট গুঞ্জন। বর্তমানে এমন একটি প্রচলন হয়ে দাঁড়িয়েছে যেখানে হাতে গোনা কয়েকজন অভিনেতা-অভিনেত্রী এবং পরিচালকরা তাদের নির্দিষ্ট কিছু পরিচিত মুখ ছাড়া অন্য কোনো অভিনেতাদের নিয়ে কাজ করেন না। এ রকম অভিযোগ নিয়ে এর আগেও বেশ কয়েকজন প্রকাশ্যে কথা বলেছেন।

শুক্রবার এই প্রসঙ্গে কথা বললেন টেলিভিশনের ছোট পর্দার অভিনেত্রী ফারিয়া শাহরিন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে শেয়ার করলেন একটি পোস্ট। ফারিয়া লিখেছেন, ‘ঠিক করেছি নতুন, একদমই পরিচিত নন, এ রকম নায়কদের সঙ্গে কাজ করব। যদি আমাকে চারজনও চিনে, তাদের হয়তো একজন চিনবে আমার মাধ্যমে। ওরা এভাবেই এক-দুজন করে পরিচিত হয়ে উঠবে। আমার ভালো লাগবে।’

এছাড়াও আরও লেখেন, ‘আমি অনেক ছোট নায়িকা। বড় নায়কেরা আমার সঙ্গে কাজ করেন না, বড় নায়িকাদের সঙ্গে কাজ করেন; কী কী জানি এখন শুনি, সিন্ডিকেট না কি যেন। তাই নগন্য নায়িকা আমি নতুন ছেলেদের সঙ্গে কাজ করব। সিদ্ধান্ত ফাইনাল।’

অভিনেত্রী ফারিয়া শাহরিন ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় ২০০৭ সালে প্রথম রানারআপ হয়েছিলেন।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন