শারীরিক সম্পর্ক নিয়ে প্রশ্ন, ঐন্দ্রিলার জবাব

টলিউডের টেলিভিশন পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা সেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরার সঙ্গে দীর্ঘ ১০ বছর ধরে প্রেম করছেন। বেশকিছু দিন আগে মালদ্বীপ একসঙ্গে ভ্রমণে গিয়েছিলেন তারা। আবার একসঙ্গেই করোনায় আক্রান্ত হয়েছিলেন।

নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কোনো রাখঢাক রাখেন না ঐন্দ্রিলা। ইনস্টাগ্রামে ভীষণ সক্রিয় এই অভিনেত্রী। বরাবরের মতো এবারও ভক্তদের জন্য ‘প্রশ্নোত্তর’ পর্বে নানান প্রশ্নের জবাব নিয়ে তিনি হাজির। ইনস্টাগ্রাম ব্যবহারকারী এক ব্যক্তি ঐন্দ্রিলাকে প্রশ্ন করেন, যৌন সম্পর্ক হয়েছে কিনা?  এমন প্রশ্নের কড়া কিন্তু মজার জবাব দিলেন ঐন্দ্রিলা।

ব্যক্তিটির করা প্রশ্ন স্ক্রিনশট নিয়ে ঐন্দ্রিলা পোস্টে লিখেছেন, ‘দয়া করে এই ব্যক্তিকে কেউ সাহায্য করুন। উনি ডিপ্রেশনে ভুগছেন।’

প্রশ্ন করতে দেরি করেননি অঙ্কুশও। মজার ছলে তিনি বলেন, ‘রেডি নই চল ভাগ’। কেউ কেউ বিয়ে নিয়েও প্রশ্ন করেছিলেন। উত্তরে ঐন্দ্রিলা জানিয়োছেন, করোনা আতিমারিটা কাটুক।

এক সাক্ষাৎকারে অঙ্কুশ হাজরা জানিয়েছিলেন, করোনা না থাকলে চলতি বছরেই তারা বিয়ের কাজ সেরে ফেলতেন।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন