বাংলাদেশ চলচ্চিত্রে ২২ বছর পূর্ণ হলো ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের। এই সুপারস্টার বাংলাদেশের দর্শকদের মন জয় তো করেছেনই, এখন পশ্চিমবঙ্গের দর্শকদেরও মন জয় করছেন।
২২ বছর পূর্তির এই দিনটিতে তার পেছনের কথা মনে পড়ছে। সেসব স্মৃতি নিয়েই ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন ঢালিউডের ‘কিং খান’।
২৮ মে শাকিব খান ফেসবুকে লিখেছেন, ‘যখন চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করি তখন আমি অপরিপক্ক কিন্তু দূরদর্শী ছিলাম। জানতাম না কোথায় যাচ্ছি বা কি করবো! শুধু এটুকু জানতাম আমাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং কোনো সময় হাল ছেড়ে দেয়া যাবে না। আজ যখন ফিরে তাকাই, তখন আমি সকল মানুষ এবং অভিজ্ঞতার কাছে কৃতজ্ঞ।’ তার এই শাকিব খান হয়ে ওঠার পেছনে যারা পাশে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এসকে।
মাসুদ রানা ওরফে শাকিব খানের জন্ম ১৯৭৯ সালের ২৮ মার্চ, গোপালগঞ্জের মুকসুদপুরে। ১৯৯৯ সালে পরিচালক সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন তিনি।