শাকিবের হাতেও গোল্ডেন বাটন

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান দুই দশক ধরে চলচ্চিত্রে দাপিয়ে বেড়াচ্ছেন। শুধু ঢাকাই চলচ্চিত্র নয় কলকাতার সিনেমায়ও অভিনয় করেছেন।

অভিনয় ছাড়াও, দর্শকদের ভালো মানের ছবি উপহার দেয়ার উদ্দেশ্যে প্রযোজনাতেও নিজের নাম লিখিয়েছেন। ২০১৪ সালে যাত্রা শুরু হয় শাকিবের প্রযোজনা সংস্থা ‘এস কে ফিল্মস’-এর। এই প্রযোজনা প্রতিষ্ঠানটি থেকে ইতিমধ্যে নির্মিত হয়েছে ‘বীর’, ‘হিরো – দ্য সুপারস্টার’, ‘পাসওয়ার্ড’-এর মতো সিনেমা।

এবার শাকিব খানের এস কে ফিল্মসের ইউটিউব চ্যানেলে পেতে যাচ্ছে গোল্ডেন বাটন।

নিজের ফেসবুক পেজে তিনি নিজেই জানিয়েছেন এই খবর। ২৭ জুলাই (মঙ্গলবার) শাকিব খান সেই স্ট্যাটাসে জানিয়েছেন, তার এস কে ফিল্মসের ইউটিউব চ্যানেলে ১০ লাখ সাবক্রাইবার পূর্ণ হয়েছে। তাই এস কে ফিল্মসের পরিবারের সকলকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন তিনি। খুব শিগগিরই শাকিবের হাতে আসছে গোল্ডেন বাটন।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন