কংগ্রেস সাংসদ শশী থারুরকে নিজের চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন বলিউড তারকা সালমান খান।
২০১৮ সালে এক সাক্ষাৎকারে শশী থারুর নিজেই জানিয়েছিলেন, বাস্তব জীবনের এই রাজনীতিককে রূপালি পর্দায়ও রাজনীতিকের ভূমিকায় উপস্থাপনের ইচ্ছা প্রকাশ করেছিলেন সালমান খান। শশীকে চলচ্চিত্রে পররাষ্ট্রমন্ত্রী চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়।
শশী বলেছিলেন, ‘‘ওই চলচ্চিত্রে যে কেবল সালমানের মতো বড় অভিনেতা কাজ করছিলেন তা-ই নয়, তার চেয়েও বিখ্যাত পরিচালক চলচ্চিত্রটি বানাচ্ছিলেন। তাই শুরুতেই প্রত্যাখ্যান করিনি। কিন্তু আমার এক বন্ধুর একটি কথায় আমি সিদ্ধান্ত নিয়ে ফেলি যে অভিনয় করব না। তারপরই না বলে দিই। কিন্তু সেই সময়টার কথা ভাবলে আমার মজাই লাগে।’’
শশীর প্রতি তার বন্ধুর পরামর্শ ছিল, ‘‘বাস্তব জীবনে পররাষ্ট্রমন্ত্রী হতে চাও? তা হলে কখনও পররাষ্ট্রমন্ত্রী সেজো না।’’ এই কথা শোনার পর চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ এড়িয়ে যান এই কংগ্রেস সাংসদ।
সালমান ও আমির খানের ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘আন্দাজ আপনা আপনা’ চলচ্চিত্রে শশী থারুর অভিনয় করেছেন বলে দাবি করেছিলেন কিছু দর্শক। কিন্তু সে সম্ভাবনা উড়িয়ে দেন শশী। তিনি বলেন, ‘‘যখন ওই চলচ্চিত্রটি মুক্তি পায়, আমি তখন ইংল্যান্ডে থাকি। তাই আমার চলচ্চিত্রটিতে অভিনয় করার কোনো সম্ভাবনাই নেই।’’