বাংলাদেশের বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘জাগো বাহে’ শিরোনামে তিনটি চলচ্চিত্রের একটি সিরিজ মুক্তি দিচ্ছে ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম চরকি। এই সিরিজেরই একটি চলচ্চিত্র ‘শব্দের খোয়াব’ আজ (৯ ডিসেম্বর) রাত আটটায় মুক্তি পাবে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ঐতিহাসিক পটভূমি নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন সিদ্দিক আহমেদ।
‘শব্দের খেয়াব’–এর অভিনেতা চঞ্চল চৌধুরী দৈনিক প্রথম আলোকে বলেন, “১৬ ডিসেম্বর, ২৬ মার্চ ছাড়া মুক্তিযুদ্ধের কাজ বলতে গেলে হয়–ই না। আবার ফেব্রুয়ারি ছাড়া ভাষা আন্দোলনের পটভূমি নিয়ে এসব কাজ শুধু টেলিভিশনেই প্রচারিত হয়। অনলাইনে আলাদা প্রচারিত হতে দেখা যায় না। কিন্তু এবারই প্রথম অনলাইনে (ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম) প্রচারের জন্য ভাষা আন্দোলনের ওপর কাজটি করেছি। এটি প্রচারিত হবে বিজয়ের মাসে। আমি মনে করি, সারা বছর দেশের ঐতিহাসিক পটভূমির কাজ হওয়া উচিত।’’
১৯৫২ সাল। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সোচ্চার দেশের মানুষ। এমন এক পরিস্থিতিতে একটি অফিসে মালিকপক্ষের তৈরি দমবন্ধ পরিস্থিতিতে সাধারণ ছাপোষা এক কেরানি ক্রমশ বিদ্রোহী হয়ে ওঠে। এখানে দপ্তরটাই যেন গোটা দেশ, আর বিক্ষুব্ধ এই দেশের মানুষ। ‘জাগো বাহে’ সিরিজে চঞ্চল চৌধুরী ছাড়াও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, ফারহানা হামিদ, এ কে আজাদ সেতু প্রমুখ।
চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, “বাংলাদেশের ইতিহাসের তাৎপর্যপূর্ণ তিনটি বছর ’৫২, ’৭০ এবং ’৭১–এর তিনটি গল্প নিয়ে এই সিরিজ। আমরা শুরুটা করেছি ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে। কারণ, এটাই আমাদের প্রথম স্বাধীনতা আন্দোলনের সূচনা ছিল। আমাদের জেগে ওঠার প্রথম সূত্রপাত ঘটে ১৯৫২ সালে; যখন আমাদের ভাষার ওপর আঘাত আসে।’’