শত পর্বের মাইলফলক ছুঁতে যাচ্ছে আরটিভির জনপ্রিয় ধারাবাহিক ‘শান্তি মলম ১০ টাকা’।
আজ ১১ সেপ্টেম্বর রাত ৯টা ২০ মিনিটে হিমু আকরামের চিত্রনাট্য ও পরিচালনায় ‘শান্তি মলম ১০ টাকা’ ধারাবাহিকের ১০০তম পর্ব সম্প্রচারিত হবে। কুব্বাত মিয়ার সালিশ, টিংকুর বউ কোহিনূরের ঝগড়া, তিন চোরের খুনসুটি, দুই বাটপারের মারামারি – সবকিছু মিলিয়ে অভিরামপুর গ্রামে নিত্য অশান্তির গল্প নিয়েই এগিয়ে যাচ্ছে আরটিভির প্রতিদিনের এই নাটকটি।
নির্মাতা হিমু আকরাম বলেন, “গল্পের ভিন্নতার কারণেই দর্শক নাটকটি দেখছে নিয়মিত। এটা চেনা সবারই গল্প, পাশের বাড়ির গল্প। এবং আমাদের গল্প। যে গল্প দেখে দর্শক তার শৈশবের গ্রাম, মাটি আর হারিয়ে যাওয়া সময়গুলো ফিরে পায় বলে আমার বিশ্বাস।“
‘শান্তি মলম ১০ টাকা’ নাটকে অভিনয় করছেন সালাহউদ্দিন লাভলু, ডাক্তার এজাজ, ফারুক আহমেদ, প্রাণ রায়, আরফান আহমেদ, সিদ্দিকুর রহমান, মনিরা মিঠু, উর্মিলা শ্রাবন্তি কর, তানজিকা আমিন, জামিল হোসাইন, মুকিত জাকারিয়া, সোহেল খানসহ অনেকে। কুব্বাত চরিত্রের অভিনেতা সালাহউদ্দিন লাভলু বলেন, “কুব্বাত মিয়া গ্রামে সালিশ করে বেড়ায়। তার সঙ্গে থাকে একটা বানর। যার নাম মিস্টার দুলাল। এটা সত্যিই অসাধারণ চরিত্র। অসাধারণ বলার কারণ, পুরো নাটকের গল্পে আমাদের প্রতিদিনের অনিয়মই তুলে ধরা হয়েছে; তাও আবার হাসি-ঠাট্টার ছলে।“