‘লোহারতরী’তে খুনখারাপি

ভালোবাসা দিবস উপলক্ষে আসছে তানজিন তিশা ও মনোজ প্রামাণিক অভিনীত ওয়েব ফিল্ম ‘লোহারতরী’। সঞ্জয় সমাদ্দার পরিচালিত ফিল্মটি ওটিটি প্লাটফর্ম আই থিয়েটার-এ মুক্তি পাবে। আই থিয়েটার-এর ফেসবুক পেজে ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে এক মিনিট ৪৫ সেকেন্ডের একটি ট্রেলার।

ট্রেলারে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করতে দেখা যায় তিশাকে। ঢাকা-বরিশাল রুটের ‘এডভেঞ্চার-১’ নামের একটি লঞ্চে ঘটে যাওয়া খুনের রহস্য নিয়ে এই ফিল্ম। লঞ্চে শুরু হয়ে লঞ্চেই শেষ হবে। পরিচালক সঞ্জয় ফেসবুকে লিখেছেন, ‘এক রাতের গল্প! টিকে থাকার লড়াই এর গল্প ….১৪ ফেব্রুয়ারি শুধুমাত্র আই থিয়েটার অ্যাপে ….ওয়েব ফিল্ম—লোহার তরী ….’

‘লোহারতরী’র কাহিনী লিখেছেন নাজিম উদ দৌলা এবং চিত্রনাট্য করেছেন স্বরুপ চন্দ্র দে। তানজিন তিশা, মনোজ প্রামাণিক ছাড়াও এই ওয়েব ফিল্মে অভিনয় করেছেন খল অভিনেতা ডন, খন্দকার লেনিন, সেমন্তী সৌমি, শাহজাহান সম্রাট, নাসির উদ্দিন খান, প্রিয়ন্তী উর্বি, টাইগার রবি, জাহিদ ইসলাম প্রমুখ।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন