ভালোবাসা দিবসে ‘মনেরই খবর’ শিরোনামে একটি গানের মিউজিক ভিডিওতে প্রথমবারের মতো বাংলাদেশের মিউজিক ভিডিওর মডেল হলেন বলিউড অভিনেত্রী নারগিস ফাখরি।
তুই কি রাখিস মনেরই খবর/ তুই কি জানিস, আমি শুধু তোরর। এমন সব প্রেমময় কথার গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী লুইপা ও শামিম হাসান।
তাপসের কথা, সুর ও সঙ্গীতায়োজনে এই গানে নারগিসের সঙ্গে অভিনয় করেছেন বাংলাদেশের মডেল আসিফ আজিম। টিএম রেকর্ডস-এর ব্যানারে ক্ল্যাসিকাল রোমান্টিক ধারার গানটির ভিডিও নির্মাণ করেছেন বলিউড নির্মাতা আদিল শেখ। আর প্রযোজনা করেছেন ফারজানা মুন্নি।
ভালবাসা দিবস উপলক্ষ্যে টিএম রেকর্ডস ও গান বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে এই গানের মিউজিক ভিডিও। ইউটিউবে একদিনে গানটির ভিউ হয়েছে প্রায় সাত লাখ। মার্কিন অভিনেত্রী নারগিস হলিউডেও কাজ করেছেন।