মুক্তি পাচ্ছে আমির খানের সিনেমা ‘লাল সিং চাড্ডা’। চলতি বছরেই আলোচিত সিনেমাটি মুক্তি পাওয়ার কথা, কিন্তু এখনও সিনেমার কাজ শেষ হয়নি। সিনেমার কোনো দৃশ্য আপাতত প্রকাশ্যে আসেনি তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমির খানের কয়েকটি লুক প্রকাশ পেয়েছে। দীর্ঘ আড়াই বছর ধরে এই সিনেমা নিয়ে চর্চায় আছেন ‘পারফেকশনিস্ট’ আমির খান। শুটিংয়ের জন্য দেশের বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়িয়েছেন। এমনকি বিদেশি লোকশনেও কাজ করা হয়েছে।
আমির আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে গত ১৮ বছর যাবত এই ছবি তৈরির স্বপ্ন তিনি দেখে এসেছেন।
সম্প্রতি, তিনি ও তার টিম মিলে লাদাখ ও কার্গিলের কিছু অংশ রেকি করছেন বলে জানা গেছে। ভক্তদের ধারণা ‘লাল সিং চাড্ডা’র শুটিংয়ের কাজ হবে লাদাখ ও কার্গিলে। তবে বলিউডে গুঞ্জন শোনা যাচ্ছে, পর্দায় লাদাখ ও কার্গিলের দৃশ্য খুবই কম। সিকোয়েন্স খুব বেশিক্ষণের না হলেও ৪৫ দিনের মতো শুটিং শিডিউল ঠিক করেছেন আমির।