সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে সুন্দরী এলি আব্রাম এবং আমির খান এর ছবি ও ২৯ সেকেন্ডের একটি হট ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, আমির খানের সাথে বেশ অন্তরঙ্গ অবস্থায় রয়েছেন এলি আব্রাম।
সম্প্রতি এলি আব্রাম ছবি পোস্ট করে শিরোনামে লিখেছেন, ‘আসতে চলছে জাক অফ অলট্রেড এবং ড্যান্স ফ্লোর কুইন। অপেক্ষা করুন দারুণ কিছু পেতে চলছেন আপনারা।’
সিনেমাটির নাম ‘কোই জানে না’ । ছবিতে দেখা যাবে আম্রিয়া দস্তর ও কুনাল কাপূরকে। মুক্তি পেতে যাচ্ছে এপ্রিলের ২ তারিখ। বরাবরই আমরা অভিনেতা আমির খানকে দেখতে পাই ভিন্ন ভিন্ন চরিত্রের অনুযায়ী ভিন্ন আঙ্গিকে। এই সিনেমায়ও আমির খানকে নতুন চেহারায় দেখা যাবে। বহুদিন পর তাকে লাভার বয় লুকে দেখা যাবে বলে নেটিজনদের ধারণা। আমির খানের এই সিনেমাটি মুক্তির জন্য অপেক্ষায় আছেন তার ভক্তরা।
|