২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘অগ্নি’ চলচ্চিত্রের ‘সহে না যাতনা’ গানে প্রথম কণ্ঠ দিয়েছিলেন ঢালিউড তারকা আরিফিন শুভ। ২০২০ সালের মে মাসে নিজের ইউটিউব চ্যানেলে ‘মনটা বোঝে না’ শিরোনামের একটি মিউজিক ভিডিও প্রকাশ করেন। এবার মিশন এক্সট্রিম চলচ্চিত্রের প্রচারণার জন্য একটি র্যাপ গান গাইলেন শুভ। গানের নাম ‘অ্যাকশন র্যাপ’।
অনলাইন পোর্টাল বাংলা ট্রিবিউনকে শুভ বলেন, “শুটিং শেষ হওয়ার আগেই আমরা এর প্রচারণা নিয়ে নানারকম ভেবেছিলাম। বিশেষ করে ছবির নির্মাতারা বেশ সজাগ এ বিষয়ে। তাই দেড় বছর আগেই গানটিতে কণ্ঠ দিয়েছিলাম। অবশেষে সেটি প্রকাশ হতে যাচ্ছে।’’
চলচ্চিত্রের প্রচারণার জন্য র্যাপ গান গাওয়ার ঘটনা বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এ-ই প্রথম। তবে এই গানটি ‘মিশন এক্সট্রিম’ চলচ্চিত্রে ব্যবহার করা করা হবে না। আগামী ৩ ডিসেম্বর তিন মহাদেশে একযোগে মুক্তি পাবে ‘মিশন এক্সট্রিম’ চলচ্চিত্রের প্রথম খণ্ড।
শুভ বলেন, “গান গাওয়া আর র্যাপ গাওয়া এক জিনিস না। এটা আমার জন্য একবারে নতুন একটা বিষয়, স্কুলিং নেই। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি।’’
গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন অদিত রহমান, আর কথা লিখেছেন ব্ল্যাক জ্যাং। অদিত বলেন, “শুভ দুর্দান্ত গেয়েছেন। অভিনয় দিয়ে পরিচিতি পেলেও গানটা যে সে হৃদয়ে ধারণ করে, এটি শুনলেই সবাই সেটা টের পাবেন।’’
ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ‘সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর অভিযানের অনুপ্রেরণায় অ্যাকশন থ্রিলার ‘মিশন এক্সট্রিম’ নির্মিত হয়েছে। চলচ্চিত্রে শুভ ছাড়াও তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ জাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান সহ অনেকে অভিনয় করেছেন।