বর্তমানে ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্সের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র কমেডি-ক্রাইম ঘরানার ‘রেড নোটিশ’। এতে অভিনয় করেছেন হলিউড তারকা রায়ান রেনল্ডস ও ডোয়াইন জনসন, এবং ইসরায়েলি অভিনেত্রী গ্যাল গ্যাদত। মুক্তির পরপরই চলচ্চিত্রটি ব্যাপক সাফল্য পায়, এমনকি দুই সপ্তাহ পরেও চলচ্চিত্রটি আরো রেকর্ড গড়েই চলেছে। সম্প্রতি নেটফ্লিক্সে সর্বকালের সবচেয়ে বেশি সময় দেখা চলচ্চিত্রের তালিকায় দ্বিতীয় স্থান দখল করে সান্দ্রা বুলকের ‘বার্ড বক্স’ চলচ্চিত্রের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ‘রেড নোটিশ’। পাশাপাশি চলচ্চিত্রটি দর্শকের ভোটে ৯২ শতাংশ রেটিং পেয়েছে বলে জানিয়েছে বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ডেডলাইন।
‘রেড নোটিশ’ চলচ্চিত্রের এই সাফল্যে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রতিক্রিয়া জানিয়েছেন ডোয়াইন ‘দ্য রক’ জনসন। বলেছেন, “থ্যাংকস গিভিং এর ছুটিতে রেড নোটিশ ইতিহাস গড়লো। মাত্র ১১ দিনে আপনারা রেড নোটিশকে নেটফ্লিক্সের সবচেয়ে সেরা চলচ্চিত্রের অবস্থানে তুলে এনেছেন। বোর্ডে এখন পর্যন্ত সব রেকর্ড চলচ্চিত্রটি ভেঙে দিয়েছে! আন্তর্জাতিক ও সাংস্কৃতিক পর্যায়ে আলোড়ন তুলে টেলিভিশন এবং সিনেমা মিলিয়ে নেটফ্লিক্সের সবচেয়ে বেশি দেখা কনটেন্ট হতে যাচ্ছে এটি।’’
‘রেড নোটিশ’ চলচ্চিত্রটি পরিচালনা করছেন রওসন মার্শাল থারবার। বুধবার পর্যন্ত চলচ্চিত্রটি গোটা বিশ্বে নেটফ্লিক্সে দেখা হয়েছে ২৭৭.৯ মিলিয়ন ঘণ্টা। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘বার্ড বক্স’ ২৮২ মিলিয়ন ঘণ্টা নিয়ে তালিকার শীর্ষস্থানে আছে। থারবার জানান, ‘রেড নোটিশ’-এর সাফল্যের কারণে তিনি পরপর দুটি সিকুয়েল নির্মাণের পরিকল্পনা করছেন।
সম্প্রতি ডোয়াইন জনসন জানিয়েছেন, এই বছরের ‘পিপল’স চয়েজ অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে তিনি ‘পিপল’স চ্যাম্প অ্যাওয়ার্ড পেতে যাচ্ছেন। ডিসেম্বরে অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানে তার চলচ্চিত্র ‘জাঙ্গল ক্রুজ’ এবং জীবনভিত্তিক টিভি সিরিজ ‘ইয়াং রক’-এর জন্যও তিনি মনোনয়ন পেয়েছেন।