‘রুদ্র’- দ্য এজ অফ ডার্কনেস’ সিনেমার মধ্যে দিয়ে প্রথমবার ওটিটিতে নাম লেখাতে চলেছেন অভিনেতা অজয় দেবগান। জনপ্রিয় বিবিসি সিরিজ ‘লুথার’ এর হিন্দি রিমেক ‘রুদ্র’। ‘লুথার’র ভূমিকায় অভিনয় করেছিলেন হলিউডের অভিনেতা বিখ্যাত ইদ্রিস এলবা এবং রুথ এলিসন।
বলিউড হাঙ্গামার প্রতিবেদনে অনুযায়ী, ‘রুদ্র’ সিনেমাটি মুম্বাইয়ের বিভিন্ন লোকশনে টানা দু’মাস চলবে শুটিং। তবে ইতিমধ্যে জানা গেছে প্রধান পুরুষ চরিত্রে থাকবেন অজয় দেবগান। সেসাথে চূড়ান্ত হয়েছে অজয়ের বিপরীতে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী রাশি খান্নাকে। রুথ এলিসনের অভিনীত চরিত্রটিতে অভিনয় করবেন রাশি।
এই সিনেমায় সাহসী এবং বেপরোয়া পুলিশ অফিসারের ভূমিকায় হাজির হবেন অজয়। ডিজনি+হটস্টার ওটিটি প্লাটফর্মে স্ট্রিমিং হবে এই ওয়েব সিরিজ। সিরিজটির পরিচালনা করেছেন রাজেশ মাপুষ্কর।