রাশিয়া যাবেন সালমান-ক্যাটরিনা

সালমান-ক্যাটরিনা অভিনীত সিনেমা ‘টাইগার-থ্রী’ রীতিমতো আলোচনায় উঠে এসেছে। এর আগে টাইগার এবং টাইগার-টু সিনেমাটি দর্শকপ্রিয়তা লাভ করে।‘টাইগার-থ্রী’ সিনেমাটির শুটিংয়ের কাজও শুরু হয়ে গেছে। জানা গেল, ক্লাইম্যাক্স শ্যুট করতে জুন অথবা জুলাইতে রাশিয়া যাবেন ছবির পুরো টিম। এ সিনেমায় অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে শাহরুখ খানকে। সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ এবং উত্তেজনার শেষ নেই।

মুম্বাইয়ের বলিউড পাড়ার সূত্রে খবর, টাইগার সিরিজের এখন পর্যন্ত সব থেকে বিগ বাজেটের ছবি হতে চলছে ‘টাইগার-থ্রী’। একাধিক লোকেশনে ধারণ করা হবে সিনেমার বিভিন্ন অংশ। কিন্তু রাশিয়ার কোথায় কোথায় শ্যুটিং ধারণ করা হবে তা এখনো স্পষ্ট হয়নি। ‘টাইগার-থ্রি’ সিনেমার পরিচালক ‘ফ্যান’ ছবি খ্যাত পরিচালক মণীশ শর্মা। প্রধান চরিত্রে সালমান খান এবং ক্যাটরিনা কাইফ ছাড়াও প্রধান ভিলেনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ইমরান হাশমিকে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন