রাশিয়ার কন্টেন্ট দেখাবে না নেটফ্লিক্স

ইউক্রেনে রুশ হামলার প্রতিবাদে অংশ নিয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বড় ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্স৷ রুশ কন্টেন্ট স্ট্রিমিং না করার ঘোষণা দিয়েছে তারা। শুধু তাই নয়, সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, নেটফ্লিক্স রুশদের জন্য বন্ধ রাখবে স্ট্রিমিং সুবিধাও।

রাশিয়ার ইউক্রেন আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে স্ট্রিমিং প্রতিষ্ঠানটি ৷ হামলার প্রতিবাদ করে নেটফ্লিক্স-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে রুশ প্রকল্পগুলোও স্থগিত রাখবে তারা ৷

রাশিয়ায় নেটফ্লিক্সের চারটি নতুন প্রকল্প শুরু হওয়ার কথা ছিল ৷ দেশটিতে প্রায় এক মিলিয়ন গ্রাহক রয়েছে নেটফ্লিক্স-এর ৷ রাশিয়াজুড়ে এই স্ট্রিমিং প্ল্যাটফর্মটির ব্যাপক চাহিদা রয়েছে ৷ অন্যদিকে, একই কারণে ডিজনি ও ওয়ার্নার ব্রোস রাশিয়ায় তাদের সিনেমা মুক্তি না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷

পুতিন সরকারের যুদ্ধে জড়িয়ে পড়ার খেসারত দিচ্ছে রাশিয়ার ক্রীড়াবিদেরাও ৷ বিশ্বকাপে খেলতে পারবে না রাশিয়ার জাতীয় দল ৷ এমন সিদ্ধান্তই নিয়েছে ফিফা ও উয়েফার মতো সংস্থাগুলো ৷ একইভাবে রুশ নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ব অ্যাথলেট সংস্থাও ৷

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন