‘সালমান খান আমার জীবন বাঁচিয়েছেন, তিনি আমার জীবন দাতা, আমি কোমায় চলে গিয়েছিলাম, নার্স যখন জি-ফাইভ চালু করে দিলে রাধে শুরু হলো। আমি কোমা থেকে উঠে গেলাম আর টিভি বন্ধ করে দিলাম। ”রাধে” সিনেমা দেখে সুস্থ হয়ে গেছি। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।’ ‘রাধে, ইউর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমা দেখে এমন কথাই বললেন গৌরব তালুকদার নামের এক ব্যক্তি।
১৩ মে মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত এই সিনেমা, তা নিয়ে ইতিমধ্যে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে গেছে। সিনেমা মুক্তির পর থেকেই তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতার ছড়াছড়ি। কখনো অভিনেতা সালমান খানকে ঘিরে কখনো বা ‘হাঁটুর বয়সী’ অভিনেত্রী দিশাকে নিয়ে।
অনেকে সালমানকে উপদেশ-পরামর্শও দিয়েছেন। সম্প্রতি সালমান খান একটি পোস্টার শেয়ার করেন যেখানে তিনি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, সিনেমাটি ৪ দশমিক ২ মিলিয়ন ভিউ হয়েছে। সেখানে এক ব্যক্তি মতামত দিয়েছেন, ‘আমি আপনার খুব বড় একজন ভক্ত, আপনাকে রিকুয়েস্ট করছি ভালো মানের গল্প দেখে কাজ করুন। আশা করছি পরবর্তী সিনেমায় অনেক ভালো কিছু পাবো।’