চলচ্চিত্র-সমালোচক কমল রশিদ খানের লেখা বেশ প্রভাবশালী। তবে অভিযোগ আছে, বলিউডের ৯৯.৯৯% সিনেমাই তার ভালো লাগে না। এমনটি তিনিও বলে থাকেন। তার চলচ্চিত্র-সমালোচনা বরাবরই সমালোচনার শিকার হয়। সম্প্রতি সালমান খান অভিনীত ‘রাধে, ইউর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমা নিয়ে তার করা ব্যঙ্গাত্মক ভিডিও রীতিমতো ভাইরাল। তার বিরুদ্ধে সালমানকে নিয়ে কটুক্তি করার অভিযোগও রয়েছে।
২৫ মে সেই রশিদ টুইটারের মাধ্যমে জানিয়েছেন, সমালোচনা করায় সালমান খান তার বিরুদ্ধে মামলা করেছেন। আদালত থেকে তার বাড়িতে নোটিশও পাঠানো হয়েছে।
রশিদও থেমে থাকেননি, নোটিশের ছবিসহ টুইট করেছেন, ‘প্রিয় সালমান খান, এই মানহানির মামলা আপনার হতাশা আর নিরাশার প্রমাণ। আমি রিভিউ দিয়েছি আমার ফলোয়ারদের জন্য, আমি আমার কাজ করেছি। আমাকে আটকানোর চেষ্টা করে লাভ হবে না। আমি সত্যের জন্য লড়াই জারি রাখবো! ধন্যবাদ এই মামলার জন্য।’
রাধে নিয়ে ২৬ মে আরো একটি রিভিউ দেয়ার ঘোষণা দিয়েছেন। টুইট করেছেন, ‘…সত্যমেব জয়তে, জয় হিন্দ।’