টলিউড ৮ই মার্চ,সোমবার পরিচালক রাজ চক্রবর্তী। টলিউড পরিচালক রাজ চক্রবর্তী যার কাছে রয়েছে অসংখ্য ব্যবসা সফল ছবি। এবং সিরিয়াল নির্মাণেও তাঁর রয়েছে অনেক খ্যাতি। সব ছেড়ে এই বার কি রাজনীতির মাঠে নামছেন? নাকি নতুন ছবির কোনো ট্রেইলার? নেটিজনদের মনোভাব ঠিক এমনটাই। তবে ঘটনাটি ঠিক তা নয়।সম্প্রতি তিনি তৃণমূলে যোগ দিচ্ছেন। রাজনীতির সাথে তার কোনো যোগসূত্র ছিলনা এবং তিনি ছোটবেলা থেকেই রাজনীতি পছন্দ করতেন না। তার কারণ ছিল একটাই, সিবিএম কাউকে ভোট দিতে দিত না।আর এই কারণেই তিনি সিবিএম পছন্দ করতেন না। তবে তার পরিবারের সবাই রাজনীতি পছন্দ করতেন। গত রবিবার বারাকপুর বিধানসভায় গিয়ে তিনি এই কথা গুলো আলোচনা করেন। পরিচালক রাজ চক্রবর্তী আরোও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ছোটবেলা থেকেই পছন্দ করে আসছেন। তার আরও মতামত ছিলো যে মমতা বন্দ্যোপাধ্যায় সিবিএম দ্বারা অনেক নির্যাতিত হতেল। পরিচালক রাজ চক্রবর্তী আরও বলেছেন “আমি ছোট থেকেই তাকে খুব পছন্দ করি। আমি যদি কখনও বড় হই তবে তার মতো হয়ে গড়ে উঠবো। তিনি আমাদের অভিভাবকের মতো। তিনি শুধু সিবিএম নয় গোটা সব সংগঠনের অভিভাবক। তার কাছ থেকেই আমার সবটুকু শেখা।”