রাজনীতি পোষায়নি, ফের অভিনয়

অভিনেত্রী দেবশ্রী রায় একসময় টলিউডের জনপ্রিয় নায়িকা ছিলেন। অসংখ্য সুপারহিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন। মাঝপথে সিনেমা ছেড়ে রাজনীতিতে যোগ দিয়েছিলেন। তবে এখন আর রাজনীতি করেন না। দীর্ঘদিন পর আবার অভিনয়ে ফিরছেন তিনি। শেষববার এই অভিনেত্রীকে দেখা গেছে ২০১৭ সালের ‘হঠাৎ দেখা’ সিনেমায়।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর তথ্য অনুযায়ী, নতুন চমক নিয়ে একটি ধারাবাহিকে ফিরছেন দেবশ্রী। চমকটি আসছে জি-বাংলার পর্দায়। তিনি বলেছেন, ‘এক দম ভিন্ন স্বাদের গল্প। আমার চরিত্রের যথেষ্ট গুরুত্ব আছে। ফলে রাজি হয়ে গেছি।’

প্রযোজক কাহিনীকার স্নেহাশিসের সত্তর দশকের ফেলে আসা এক কাহিনি নিয়ে নির্মিত হবে এই ধারাবাহিক নাটক। দুই প্রজন্মের গল্প উঠে আসবে তাতে, শুধু অভিনয় নয় এই ধারাবাহিকে দেবশ্রীর নাচও থাকবে এমনটাই আশ্বাস দিয়েছেন প্রযোজক।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন