রাজনীতির ইতি টানছেন রজনীকান্ত

দল গড়ার সাড়ে ছয় মাসের মধ্যে সেই রাজনৈতিক দল উঠিয়ে দিলেন রজনীকান্ত। ১২ জুলাই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করলেন ৭০ বছরের দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। ইয়াহু নিউজকে তিনি বলেন, ‘ভবিষ্যতেও আমার রাজনীতিতে আসার পরিকল্পনা নেই।’

গত বছরের শেষে দিকে জানা গিয়েছিল, থালাইভা রাজনীতিতে পা রাখছেন রজনীকান্ত। প্রায় সব আয়োজনও গুছিয়ে নিয়েছেন তিনি। নতুন দল গঠন করেন, যার নাম দেন ‘রজনী মক্কল মন্ড্রম।’ সেই পার্টিই তিনি উঠিয়ে দিলেন ১২ জুলাই (সোমবার)।

রজনীকান্ত আরো জানান, সংগঠনের নাম পরিবর্তন করা হবে। নতুন নাম হবে ‘রজনীকান্ত রসিগর নরপাণী মন্ড্রম’ অথবা ‘রজনীকান্ত ফ্যানস ওয়েলফেয়ার ফোরাম’। তবে এই সংগঠনের সঙ্গে রাজনীতির যোগসূত্র থাকবে কি না, তা তিনি খোলসা করেননি।

এর আগে ভোটে লড়বেন বলে জানিয়েছিলেন তিনি। কিন্তু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। সুস্থ হয়ে সিদ্ধান্ত নেন ভোটে লড়বেন না। কারণ হিসেবে শারীরিক অবস্থাকেই তুলে ধরেন। এ বিষয়ে রজনীকান্ত বলেছিলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমি রাজনীতিতে অংশ নিচ্ছি না।’

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন