খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন রিয়া চক্রবর্তী। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে তাকে সমালোচনার মধ্যে দিয়ে যেতে হয় । সেসাথে মাদক সেবনের বিষয়ে তার উপর চার্জশীট হয়।
সম্প্রতি তিনি ধীরে ধীরে যেনো স্বাভাবিক জীবনে ফিরে আসতে চলছেন। বেশকিছু দিন আগে তার আসন্ন অভিনীত নতুন ছবি “চেহেরে”র ট্রেলার প্রকাশিত হয়েছে। শুরুতে এই ছবির কোনো পোস্টারেই অভিনেত্রীর কোনো ছবিই ছিলো না।নেটিজনদের ধারণা ছিলো হয়তো এই অভিনেত্রী এই ছবি থেকে বাদ পরে গেছেন। এ বিষয়ে ছবির পরিচালকও কোনো মতামত দেননি। তবে ছবির নতুন ট্রেলার প্রকাশে রিয়াকে এক ঝলক দেখা গিয়েছিল একটি আদালতের চিত্র।
এছাড়া এ বছর রঙ ছাড়াই দোল কাটালেন রিয়া চক্রবর্তী। গত বছর প্রাক্তন প্রয়াত প্রেমিকের সাথে কাটিয়েছিলেন দোল উৎসব। তবে এবার আর সেরকম ভাবে দেখা যায়নি তাকে।
তিনি ভিন্নভাবে রঙের আবরণে হোলি উদযাপন করলেন।প্রযোজক নিধি’র সাথে তিনি হাতের আঙুল দিয়ে হার্ট সাইন বানিয়ে একটি ছবি শেয়ার করেছেন। ছবির সাথে ক্যাপশনে লিখেছেন, “ভালবাসাই শক্তির উৎস”। সেসাথে যুক্ত করে দিয়েছেন আমেরিকান রবার্ট ফালঘামের একটি উক্তি।